বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের অনুষ্ঠান ১০ জানুয়ারী

1,040

নিউজবিডিইউএস ডেস্কঃ

 

 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। আগামী ১০ জানুয়ারী রোববার ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড-এ এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভার্জিনিয়া স্টেট আওয়ামীলীগ সভাপতি এস এম রফিক পারভেজ এবং সাধারন সম্পাদক মো: শফিউল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ওয়াশিংটন, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড এলাকায় বসবাসরত সকল বাংলাদেশীকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, অনুষ্ঠানে উপস্থিত থাকার মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নের নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে- এস এম রফিক পারভেজ : ৫৭১ ৪০৩ ৪০২১, আবুল হাশেম শিকদার : ৭০৩ ৫০৭ ৭৮২৭, একে আজাদ : ৭৫৭ ৯৪৫ ৩৪৫৮ এবং শফিউল আলম : ৫৭১ ৫৩৫ ৬১২৬। বিজ্ঞপ্তি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.