বঙ্গবন্ধু কলেজে পিঠা মেলা অনুষ্ঠিত

256

আরেফিন, রাজশাহীঃ  ঋতুরাজ বসন্তের আনন্দ ছড়িয়েছে চারপাশে। ছড়িয়েছে মানুষের প্রাণেও। এর কোন দিক থেকে কমতি নেই বঙ্গবন্ধু ডিগ্রি কলেজও। দিনটির শুরুতে কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয় পিঠা মেলার।

16754549_1847972068824618_565403555_n

যেনো কলেজ প্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে ফাল্গুনের সোন্দর্য্য। পহেলা ফাল্গুন উপলক্ষে অনুষ্ঠিত কলেজে এই উৎসবে ছাত্রীরা এসেছে হলুদ শাড়ি আর ছাত্রদের পাঞ্জাবিই নয়, ছাত্রীরা মাথায় ফুলের তৈরি ব্যান্ড ও হাতে কানে ছোট গোলাপ ফুলের গোহনা। কলেজটি যেনো এক মূহুর্তে মিলন মেলায় পরিণত হয়। মেলায় স্থান পেয়েছে, পাটি শপ্টা, পুলি পিঠা, দুধ রস পিঠা, কুড়ি পিঠা, গুড় পাকোয়ান, নকশী পিঠা ছাড়াও বিভিন্ন ধরনের পিঠা পাশাপাশি জায়গা করে নিয়েছে কাঁচা মরিচের সঙ্গে কলাইয়ে রুটি। এ মেলায় ৫টাকা থেকে শুরু ২০ থেকে ২৫ টাকা ছাড়াও বিভিন্ন দামের পিঠা বিক্রি হচ্ছে। আর কলাইয়ে রুটি বিক্রি করা হচ্ছে ২৫ টাকায়। ফাগুনের আগুন ছড়িয়ে দিতে মাত্র যোগ করেছে পিঠা মেলার। বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে একদিন ব্যাপি পিঠা মেলায় ১১টি স্টল স্থান পায়। গতকাল সকাল ১০টার দিকে কলেজ চত্বরে শুরু হওয়া পিঠা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী। কলেজের বসন্ত বরণ এবং পিঠা উৎসব কমিটির সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ওয়াহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। এতে স্বাগত বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বি কে দাম, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সদস্য উপাধ্যক্ষ মজিবুর রহমান, নূর মোহাম্মদ ও মো. শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান। আইন শৃংখলাসহ সার্বিক দায়িত্বে ছিলেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. মিয়াজ উদ্দিন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মাসুদ রানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক শাহনাজ বেগম, গবেষণা কর্মকর্তা লাজিনুন নিশাত, কলেজের শিক্ষক আবদুল্লাহেল সাফি, লাইলুন নাহার, লুৎফর রহমান, আবদুস সালাম, সেলিনা বেগম, অসীম কুমারসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে অতিথিবৃন্দ পিঠা স্টল ঘুরে দেখেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.