বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবতর্ন দিবস পালন করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাইফুল আমিন,স্পেনঃ গত ২ জানুয়ারি রাত ১০ টায়,মাদ্রিদের একটি রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয় ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় ও ১০ ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রত্যাবতর্ন দিবস পালন করার জন্য প্রস্তুতি সভা।
মাদ্রিদের বিশিষ্ট কমিনিউনিটি ব্যাক্তি জনাব দুলাল সাফার সভাপতিত্বে, জসিম উদ্দিনের পরিচালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্পেন সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগ এর সহ সভাপতি আয়ুব আলি সুহাগ, শেখ ইসলাম, সায়েম সরকার, এম এ আই আমিন, তাপস দেবনাত, শামিম আহমেদ, মাহবুবুল আলম বকুল, ইসলাম উদ্দিন, সবুজ মিয়া সহ আর ও অনেকে, সভার সভাপতি জনাব দুলাল সাফা তার বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান ও ১০ ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবতর্ন দিবস কে সফল করার উদাত্ত আহ্বান জানান।
সর্বশেষে দুলাল সাফার নেত্রীতে, মাননিয় প্রধান মন্ত্রীর বেক্তিগত কর্মকর্তা জনাব রকিব উদ্দিন রনির সাথে সৌজন্য সাক্ষাত করেন।