বদির আসনে বউ, রানার পরিবর্তে বাবা নৌকায়

440

অবশেষে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়ছেন বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও আমানুর রহমান খান রানা।কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় এমপি বদির জায়গায় তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি রানার জায়গায় তার বাবা আতাউর রহমানকে মনোনয়ন দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সচিবালয়ের নিজ দফতরে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

abdur_rahman_bodi

তিনি বলেন, ‘সারা দেশে এ দুটি আসন নিয়ে কিছুটা বিতর্কিত অবস্থার অবসান ঘটাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

পরিবার থেকেই তো প্রার্থী হচ্ছেন— এমন প্রশ্মের জবাবে কাদের বলেন, ‘পরিবারের সবাই কি খারাপ লোক? আর যার কথা বলা হচ্ছে, সে খারাপ লোক, সেটা কি প্রমাণিত? বদি সম্পর্কে যে অভিযোগ আছে, সেটা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন? তারপরেও আমরা সেখানে বিকল্প বেছে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলের এমপি একটি মার্ডারের (হত্যা) অভিযোগে কারাগারে রয়েছেন। আপনাদের একটা সত্য কথা বলি, সার্ভে রিপোর্টে টাঙ্গাইলে এগিয়ে আছে রানা, অনেক বেশি ব্যবধানে। কক্সবাজারেও এগিয়ে রয়েছে বদি। তারপরেও তাদের আমরা বাদ দিয়েছি।’

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.