বহিস্কার ইস্যুতে সমালোচনায় রাবির প্রগতিশীল সংগঠনগুলো

627

রাবি প্রতিনিধি:
কর্মী সংকট থাকলেও একের পর এক দলীয় কর্মীদের বহিস্কার করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠনগুলো। এ পর্যায়ে বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রচার সম্পাদক আনু মোহাম্মদ কে বহিস্কার করা হয়েছে।

তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গেও দায়ে দেখানো হলেও আসলে খোলাসা করে কোন কথা বলতে রাজি নন দলগুলোর উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ। এনিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনায় তারা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রনজু হাসান বলেন, তার সাংগঠনিক আচরণ আমাদের সংগঠন পরিপন্থী লক্ষ্য করা যাচ্ছিল। তাই বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখার পর তাকে বহিস্কারের সিদ্ধান্ত হয়।

তবে নাম প্রকাশ না করার শর্তে দলের কিছু নেতাকর্মী জানান, গত দুই মাস ধরে নেশা করা ও সংগঠনবিরোধী কিছু উদ্ভট কাজ কর্মের জন্য তাকে বহিস্কার করা হয়।

তবে বহিস্কার হওয়া প্রচার সম্পাদক আনু মোহাম্মদ দাবি করেন, রাজনৈতিক নোংরামির জন্য আমার বিরুদ্ধে এই অপ্রচার চালানো হয়েছে। তবে মতাদর্শগত দিক দিয়ে সংগঠনটিসহ বামপন্থী সংগঠনসমূহ তার রাজনীতির জায়গাটি কতটুকু রাখতে পেরেছে বা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কতটুকু পৌছাতে পেরেছে এ নিয়ে প্রশ্ন রাখেন তিনি।

তার দাবি তিনি সংগঠন থেকে নিজেই অব্যাহতি নিয়েছেন।

কর্মী সংকট থাকলেও এই বহিস্কার সংগঠনটির ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে কোন প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদেল মনির বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হাজার লোকের প্রয়োজন হয় না।

তবে আন্দোলনের জন্য প্রয়োজন হয়। তিনি মনে করেন এই বহিস্কার তার সংগঠনের জন্য কোন প্রভাব ফেলবে না। এর আগে গত ১৬ এপ্রিল, নাট্য সংগঠন ‘তীর্থক’ থেকে সাবেক যুগ্ম আহবায়ক ও রাকসু আন্দোলন মঞ্চের সংগঠক আব্দুল মজিদ অন্তরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বহিস্কার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনটির গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে সংগঠনের একটি পক্ষের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকায় ছিলেন এই নাট্যকর্মী। যে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে হুমকি হিসেবে দেখছেন বেশ কিছুদিন থেকেই বলে দাবি তাদের।

এদিকে প্রগতিশীল সংগঠনগুলো থেকে একের পর এক বহিস্কারের বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, তাদেরকে কিসের জন্য বহিস্কার করা হয়েছে তা বলতে পারব না। অবশ্য সংগঠনে ভাল কর্মী দরকার তবে ডেডিকেটেড কর্মী হলে অবশ্যই সংগঠনে প্রভাব ফেলবে।
প্রতিনিধি/সশ

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.