বাংলাদেশ আওয়ামীলীগ মিলান লম্বারদিয়ার আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
ফেরদৌসী আক্তার পলি, ইতালিঃ ১০ ই জানুয়ারী মঙ্গলবার ইতালির মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামীলীগ মিলান লম্বারদিয়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা করেছে।
ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুন কবির জামান এর পরিচালনায় সভাটি শুরু হয়।
পবিত্র কোরআন তেলোয়াত করেন যুগ্ন সাধারণ সম্পাদক তুহিন মাহমুদ। সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আকরাম হাওলাদার ,শেখ আলী আহমেদ ,হানিফ শিপন ,সরোয়ার হোসেন মোল্লা ,আরফান শিকদার ,জামিল আহমেদ ,চঞ্চল রহমান ,জাকির হোসেন মামুন ,খান রিপন ,মনছুর খালাসী ,আলমগীর হাওলাদার সহ আরো অনেকে।
বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাঙালি জাতি পেতো না একটি স্বাধীন দেশ। সভাপতি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু জীবনের সময়টুকু মানুষের কল্যানে, দেশের কল্যানে কাজ করে গেছেন এখন তার সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই আদর্শে দেশ ও মানুষের কল্যানে কাজ করে চলেছেন। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পেশাজীবীলীগ, শ্রমিকলীগ সহ অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।