বাংলাদেশ আওয়ামীলীগ মিলান এর আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
ফেরদৌসী আক্তার পলি, মিলানঃ ১৫ ই জানুয়ারী রবিবার ইতালির মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে, বাংলাদেশ আওয়ামীলীগ মিলান বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, এক আলোচনা সভা করেছে।
সভাপতি সৈয়দ মহসিন মিলন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ খালাসির পরিচালনায় সভাটি শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান লম্বারদিয়া বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি মোল্লা মাহাবুবুর রহমান হান্নান মাষ্টার।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজাহান মাতাব্বর ,নুরুল ইসলাম মাষ্টার ,বজলুর রহমান ,পলাশ বিশ্বাস ,লুদ্দু হাওলাদার ,সাইদুর রহমান ,রুপা আক্তার ,জাফর খলিফা ,ফারুক আহমেদ সহ আরো অনেকে। বক্তারা বলেন বঙ্গবন্ধু জীবনের সময়টুকু মানুষের কল্যানে ,দেশের কল্যানে কাজ করে গেছেন এখন তার সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই আদর্শে দেশ ও মানুষের কল্যানে কাজ করে চলেছেন।বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না , বাঙালি জাতি পেতো না একটি স্বাধীন দেশ। অনুষ্ঠানে আওয়ামীলীগ ,যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।