বাংলাদেশ কনসুলেট জেনারেল ইতালিতে উদযাপিত হলো বিজয় দিবস

198

পলি,ইতালি:মহান বিজয় এর ৪৭ বছর পূর্তি উপলক্ষে ইতালির মিলানো কনস্যুলেট জেনারেল অফিস এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্জতার মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়েছে । মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ,পবিত্র কোরান তেলওয়াত , পবিত্র গীতা , বাইবেল পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর শনিবার বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয় ।received_921101074712170রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী ,পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান ভাইস কনসাল শামসুল আহসান ও ভাইস কনসাল রফিকুল আলম। মিলানো কনসাল জেনারেল রেজিনা আহমেদ উপস্থিত সকলকে বিজয় দিবস এর শুভেচ্ছা জানান এবং বলেন জাতির পিত বঙ্গবন্ধু ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণে উদ্দীপ্ত হয়ে গোটা বাঙালি জাতি দীর্ঘ নয়মাস মরণপণ সংগ্রাম করে চূড়ান্ত বিজয় অর্জন করে। received_921101084712169এ সময় আরো বক্তব্য রাখেন মিলান লম্বারদিয়া আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা ,সাধারণ সম্পাদক নাজমুন কবির জামান,আকরাম হাওলাদার ,মোহাম্মদ হানিফ শিপন ,জামিল আহমেদ ,চঞ্চল রহমান ,তুহিন মাহমুদ ,আরফান শিকদার ,যুবলীগ এর সালাহ উদ্দিন রিপন ,আইন সম্পাদিকা অপু পলি সহ আরো অনেকে। এ সময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের জন্য বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ এর প্রতিবেদন দেখানো হয় যা ইতিমধ্যে ইউনেস্কো কর্তৃক বিশ্বের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি লাভ করেছে । আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ,সব শেষে দেশার্তবোধক গানের এক সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করা হয় মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল এর আয়োজনে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.