বাংলাদেশ–চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ৭ম কার্যনির্বাহী বোর্ড ঘোষণা

120

বাংলাদেশ–চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) সপ্তম কার্যনির্বাহী বোর্ড ২০২৩–২৪ সেশন ঘোষণা করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচডি গবেষক এবি সিদ্দিক ও সাধারণ সম্পাদক হয়েছেন পিএইচডি গবেষক মো. জান্নাতুল আরিফ।

 

এ ছাড়া সহ–সভাপতি হয়েছেন—সহকারী অধ্যাপক ড. এসএস মিনহাজ, পিএইচডি গবেষক আসগর আহমেদ, পিএইচডি গবেষক ফারহানা নাজনিন শুচি এবং পিএইচডি গবেষক কাওসার আহমেদ ও যুগ্ম–সম্পাদক পদে মঈন উদ্দীন হেলালি তৌহিদ, সাব্বির আহমেদ, আব্দুল্লাহ আল বারি ভুবন, ডা. কেএম সুস্মি এবং আল মাহমুদ সুরুজ।

পদাধিকার বলে বিসিওয়াইএসএ নিউজ ও মহাপ্রাচীর ম্যাগাজিনের সম্পাদক হিসেবে এবি সিদ্দিক এবং নির্বাহী বার্তা সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবে মো. জান্নাতুল আরিফ।

কমিটির অন্য সদস্যরা হলেন—ডা. মোহাম্মদ মনিরুজ্জামান (সাংগঠনিক সম্পাদক), মাহাবুবুর রহমান মিরাজ (অফিস সম্পাদক), এসএম তারিকুল ইসলাম (অর্থ–সম্পাদক), এন্ড্রু দাস শুভ্র (প্রকাশনা সম্পাদক), নয়ন কুমার চৌধুরী (প্রচার সম্পাদক), ইনতেখাব রহমান গালিব (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), মো. হাবিবুর রহমান (শিক্ষা সম্পাদক), আবু বকর হায়াত অর্ণব (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), কাউসার আদনান (মানবসম্পদ বিষয়ক সম্পাদক), সৌমিয়া আক্তার শোভা (কমিউনিকেশন ও মিডিয়া সম্পাদক), মুহাম্মাদ আদিল (সমাজসেবা সম্পাদক), কামরুজ্জামান (সংস্কৃতি সম্পাদক), শেখ তৌহিদুল ইসলাম (কার্যনির্বাহী সদস্য), মিসবাহুল আমিন (কার্যনির্বাহী সদস্য), রাওহা বিন মেজবা (কার্যনির্বাহী সদস্য), ফারহানা সাদিয়া শিফা (কার্যনির্বাহী সদস্য), মো আজিজুর রহমান জামিম (কার্যনির্বাহী সদস্য), মো ইঞ্জামুল করিম চৌধুরী সামির (কার্যনির্বাহী সদস্য), মোনেম শাহরিয়ার সূর্য্য (কার্যনির্বাহী সদস্য), এবং মোহাম্মাদ জুনায়েদ আহমেদ ইউসুফ (কার্যনির্বাহী সদস্য)।

গত ১৫ সেপ্টেম্বর বিসিওয়াইএসএর সপ্তম কার্যনির্বাহী বোর্ডের অনলাইন আবেদন ফর্ম ছাড়া হয় এবং বিভিন্ন পদে মোট ১২৪টি আবেদন জমা পড়ে। প্রার্থী বাছাই ও নির্বাচনে দায়িত্ব পালন করেছেন বিসিওয়াইএসএর উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাহাব উল হক, উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ড. মিরাজ আহমেদ, উপদেষ্টা ও সাবেক সভাপতি প্রভাষক ড. এএএম মুজাহিদ, এবং উপদেষ্টা ডা. নাজমুস সাকিব।

নবনির্বাচিত বোর্ডটি ২০২৩ সালের অক্টোবর থেকে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দেবে। গতকাল সোমবার বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীনের বাংলাদেশি শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৭ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.