বাকোডিসির উদ্যোগে ভার্জিনিয়ায় লেবার ডে উইকেন্ডে দুদিন ব্যাপী জমজমাট আয়োজন।

321

নিউজবিডি ইউএসডেস্কঃ বাংলাদেশ আমেরিকান কালচারাল  ওরগানাইনেজশন অব ডিসি (বাকোডিসি) উদ্যোগে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার ও রোববার দুই দিন ব্যাপী বাংলাদেশ আমেরিকান কনফারেন্স এন্ড কালচারাল নাইট অনুষ্ঠিত হবে ভার্জিনিয়ার হলিডে ইন এক্সপ্রেস(২৬৫০ জেফারসন ডেভিস হাইওয়ে, আর্লিংটন) এর বিশাল হল রুমে।

13664446_1058561854180765_1959498329_n

দু দিন ব্যাপী এ মনোজ্ঞ অনুষ্ঠান কে দু পর্বে সাজানো হয়েছে।

প্রথম পর্বে সেমিনারে বক্তব্য রাখবেন দেশ বিদেশের প্রখ্যাত বক্তারা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত শিল্পীবৃন্দ বিশেষ করে কোকিল কন্ঠী গায়িকা বেবী নাজনীন, বর্তমানের ক্রেজ জানে আলম, অনিমা রায়, তানভীর তারেক, ইলিয়াস সোনিয়া, নাদিম, নাদিরা, মাহিন, রোকসানা মির্জা, তানভীর শাহীন সহ থাকবে একঝাক ঢালিউড তারকাবৃন্দ। সাথে ব্যান্ড সংগীতের হাল ক্রেজ জানে আলম ও  ঢাকা থেকে আগত মাকসুদ তো থাকছেই। দু দিন ব্যাপী এ অনুষ্ঠানটি সফল করতে ইতিমধ্যে একটি পুর্ণাংগ অনুষ্ঠান উদযাপন কমিটির নাম এ ঘোষনা করা হয়েছে। এতে আহবায়ক হিসাবে থাকছেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান এবং সদস্য সচিব হিসাবে থাকছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ(ছোট)হোসাইন। প্রধান উপদেষ্ঠা হিসাবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভুইয়া, চীফ কো অর্ডিনেটর এর দায়িত্ব পালন করবেন সামছুদ্দীন মাহমুদ, ট্রেজারার মনির হোসেন, সিনিয়ার কো কনভেনর খালিদ তফাদার এ মিয়া মজনু, ফাইনান্সিয়াল চেয়ারম্যান কাজী এম রহমান,  কালচালার চেয়ারম্যান তালহা রহমান, এন্টারটেইন্টমেন্ট চেয়ারম্যান তৈয়বুর রহমান, ভাইস চেয়ার হারুনুর রশিদ ও নাজমুল হক, কো কালচারাল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান এবং তারিকুল ইসলাম অশ্রু। ইভেন্ট মেনেজমেন্ট এর দায়িত্বে ফারুক হোসেন ও শাহরিয়ার রহমান। এছাড়া সেমিনারে চেয়ারম্যান হিসাবে থাকবেন ইঞ্জিনিয়ার শাহাদত সোহরাওয়ার্দী এবং ভাইস চেয়ারম্যান হিসাবে থাকবেন বিশিষ্ট সমাজসেবক জহির খান ও ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন। অনুষ্ঠানটি সফল ও সুন্দর করতে উদ্যোক্তা সকলের সহযোগিতা কামনা করেন।(প্রেস বিজ্ঞপ্তি)

[_উল্লেখ্যঃ _অনুষ্ঠানে ঢুকতে কোন টিকিট বা কোন ফি লাগবে না_]

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.