বাকোডিসি ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন: ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ আইটি বিশেষজ্ঞ আবু বকর হানিফের

240

জাহিদ রহমান,ওয়াশিংটন ডিসিঃ বাকোডিসি (বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশন অব ডিসি) ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

1

গত ০২ ডিসেম্বর ভার্জিনিয়ার, আলেকজান্দ্রিয়ায়, নর্টন রোডে বারগন্ডি কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ ক’জন গুনি ব্যক্তিকে সম্মাননাও প্রদান করে বাকোডিসি।
সম্প্রতি মেরিল্যান্ড স্টেটের লরেল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে দুরন্ত টাইগার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ব্লিজার্ড দলকে পরাজিত করে। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল এন্ড টেকের কর্ণধার আইটি বিশেষজ্ঞ আবু বকর হানিফ।

2

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল এন্ড টেকের কর্ণধার আইটি বিশেষজ্ঞ আবু বকর হানিফ বলেন, খেলাধুলার মাধ্যমে কেবল শরীর চর্চা নয় মনেরও চর্চা হয়। এরকম একটি ব্যতিক্রমী অনুষ্ঠান এবং টুর্ণামেন্টের আয়োজন করায় বাকোডিসির সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি পিপল এন্ড টেকের পক্ষ থেকে বাকোডিসির সদস্যদের জন্য ৮০০০ ডলার বৃত্তি বা সমমূল্যের দুজনকে ফ্রি পড়ানোর ঘোষনা দেন।

3

বাকোডিসির সভাপতি কাজী এম রহমানের সভাপত্বিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমেরিকান বাংলাদেশ ইনজিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট এসোসিয়েশন অব ডিসি(এএবিইএ-ডিসি) সভাপতি ইণ্জিনিয়ার গোলাম মাওলা, ম্যারিল্যান্ড লেজিসলেটিভ ড্রিস্টিক্ট ১৫ ডেমোক্রেট ককাসের ভাইস চেয়ারম্যান আনিস আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনির(কুয়াফি) সাধারন সম্পাদক সরোজ বড়ুয়া, ই এন্ড আর টেক্স সলিউশনের কর্ণধার কাজী টি ইসলাম এবং ইণ্জিনিয়ার  সাইদ আহমেদ।

4

অনুষ্ঠানের শুরুতে ভায়োলিনের অপুর্ব মুর্চনায় জাতীয় সংগীত পরিবেশন করেন এ প্রজন্মের শিল্পী দিব্য বড়ুয়া। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সামছুদ্দীন মাহমুদ, মিয়া মজুনু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এজেএম হোসাইন, ক্রীড়া  সম্পাদক ও ক্রিকেট টুর্ণামেন্টের অন্যতম উদ্যোক্তা তৈয়বুর হোসেন, ইয়ুথ সেক্রেটারী এবং টুর্ণামেন্টের সহ উদ্যোক্তা মোহাম্মদ হোসেন (ছোট হোসেন), অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক জয়েন্ট সেক্রেটারী শাহরিয়ার রহমান, সমন্বয়ক জয়েন্ট সেক্রেটারী শাহরিয়ার রহমান ফারুক হোসাইন।

5

অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারী তারিকুল ইসলাম অশ্রু। এছাড়া সহযোগিতায় ছিলেন নিজাম আহম্মেদ, কাইয়ুম, প্রিন্স, মোহাম্মদ আলম, মোঃ রেজা, আরিফ ও রাজু আহমেদ। ভিডিও ও আলোকসজ্জায় রাসেল আহমেদ, আল আমীন ও শাহীন। অন্যান্য সহযোগিতায় ইলিয়াস লিটন, মুজিবুল হক, কবির হোসেন, নুর মোহাম্মদ, কামাল পাশা, এ. মোখলেসুর রহমান লিটন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্ট শিল্পী শস্পা রেজা তার মনোমুগ্ধকর সংগীত পরিবশেনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।

6

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিলো পুরস্কার বিতরণ।

এতে টুর্ণামেন্টের বিজয়ী দল দুরন্ত টাইগার্স লাভ করেন ১৫০০ ডলার এং ট্রফি।

রানার্স আপ দল ব্লিজার্ড লাভ করে নগদ ৮০০ ডলার এবং রানার্স আপ ট্রপি।

এছাড়া আরো যারা পুরস্কার লাভ করেন তারা হলেন, ম্যান অব দ্যা ম্যাচ মোঃ এরশাদ, নাইম হক, মোঃ জনি, তৈয়ুবুর হোসাইন এবং ফাহিম ইসলাম। সর্ব্বেচ্চ রান সংগ্রহকারী মোঃ ইরশাদ(দুরন্ত টাইগার্স)এবং টুর্লামেন্টে সবোর্চ্চ উইকেট সংগ্রহকারী বরকত উল্লাহ(ব্লিজার্ড) দুটি আইফোন পান। এছাড়া যারা ট্রফি গ্রহন করেন তারা হলেন(দুরন্ত টাইগার্স)ভাইস ক্যাপ্টেন মোঃ জনি, টীম চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, টিম ম্যানেজার সাব্বির নুরুউদ্দিন, টীম এডভাইজার এবং কোচ তৈয়বুর হোসাইন,(ব্লিজার্ড) ক্যাপ্টেন মাসুদুর হক, ভাইস ক্যাপ্টন তানভীর।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি আবুবকর হানিফের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহন করেন দুরন্ত টাইগার্সের ক্যাপ্টেন মোঃ এরশাদ এ তার দল।
অনুষ্ঠানের শেষে ট্রাফেল  ড্রতে ১৩টি পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কার গুলো স্পন্সর করেন মোহাম্মদ রেজা। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মেরিল্যান্ড স্টেটের লরেল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে দুরন্ত টাইগার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ব্লিজার্ড দলকে পরাজিত করে। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল এন্ড টেকের কর্ণধার আইটি বিশেষজ্ঞ আবু বকর হানিফ।

উল্লেখ্য, বাকোডিসির উদ্যোগে মাসব্যাপী এ টুর্ণামেন্ট শুরু হয় ম্যারিল্যান্ড স্টেটের লরেল ক্রিকেট গ্রাউন্ডে। এতে ৫ টি টীম অংশ গ্রহন করে। দল গুলো হলো দুরন্ত টাইগার্স, ওয়ারিয়র্স, প্যানথার, ব্লিজার্ড এবং সেন্সুরিয়ান

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.