বাগডিসি’র মহান স্বাধীনতা দিবস উদযাপন ৩১ শে মার্চ 

217
নিউজবিডিইউএস:বর্ণীল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস।বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি বাগডিসি’র উদ্যোগে স্বাধীনতা দিবস  উদযাপন করা হবে। আগামী ৩১শে মার্চ শনিবার সন্ধ্যা ৬টায় নোভা এ্যনানডেল ক্যাম্পাস (৮৩৩৩ লিটল রিভার টার্নপাইক, এ্যনানডেল, ভার্জিনিয়া-২২০০৩) মিলনায়তনে এবারের স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হবে।1522297597658_29177262_1215529791911588_3049351704131665920_n
অনুষ্ঠানে একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শিক্ষা-সামাজিক-সাংস্কিৃক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ আলোকিত মানুষদের জন্য “আজীবন সম্মাননা” প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন আইওএম’র সিনিয়র পলিসি এ্যাডভাইজার রোমানো রোবারটা, ফরমার হাউজ রিপ্রেজেন্টেটিভ জেমস সালাট্টেরী, ওয়াশিংটন কান্ট্রি বোর্ডের চেয়ার কার্টি ক্রিস্টল, ইউএস কংগ্রেসের বারবারা কমস্টক।
স্বাধীনতা দিবসের আলোচনা ও সংবর্ধনা শেষে অনুষ্ঠিত হবে  মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রিয়ংবদা ব্যানার্জির নজরকাড়া পারফরমেন্স এর পাশাপাশি থাকবে বেশ কয়েকটি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের স্বদেশ প্রেমের অনুভবে নান্দনিক শিল্প সাহিত্যের বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বাগডিসির পক্ষ থেকে ওয়াশিংটনস্থ সকল প্রবাসীদেরকে অনুরোধ জানানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.