বাগডিসি এবার ওয়াশিংটনডিসিতে আয়োজন করেছে পান্তা ইলিশ ভর্তা
নিউজবিডিইউএসঃপ্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াসিংটন ডিসি (বাগডিসি)র আয়োজনে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পান্তা ইলিশ ভর্তা। ২ জুলাই রোববার ভার্জিনিয়ার ফোর্টহান্ট পার্কে আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নিবেন। পুরো আয়োজনে পৃষ্টপোষকতা করেছে আইটি শিক্ষা প্রতিষ্ঠান ডেটা এন টেক। আয়োজকরা জানান, বাংলাদেশের রয়েছে গর্ব করার মতো অসংখ্য সংস্কৃতি। সেটি যেমন আচার-অনুষ্ঠানে, পোশাকে কিংবা খাবারে। প্রবাসের নতুন প্রজন্মের কাছে সে সব তুলে ধরতে বাগডিসি আয়োজন করেছে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ও রকমারী ভর্তা।
এছাড়াও অনুষ্ঠানে গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় লোক সংগীত শিল্পী অনিমা মুক্তি গোমেজ ও স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে র্যাফেল ড্র তে থাকবে টিভি, ল্যাপটপ, ট্যাবলেট সহ অনেক পুরস্কার। এছাড়া বাচ্চাদের জন্য থাকছে বিশেষ খাবার।