বাদ পড়া নিয়ে কি বললেন নুরুল ইসলাম নাহিদ?

287

শিক্ষামন্ত্রীর দায়িত্বে নুরুল ইসলাম নাহিদ আর নেই, তিনি এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন। বর্তমানে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডা. দিপু মনি। এদিকে একাদশ জাতীয় সংসদে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডা.দিপু মনি। এর আগে নবম জাতীয় সংসদে ডা. দিপু মনি বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

fhkfyhuk

এদিকে আজ ৭ জানুয়ারি রোজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায় অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় থেকে সদ্য বিদায়ী মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নতুনদের জায়গা করে দিতে নিজেই দায়িত্ব নেইনি। প্রধানমন্ত্রী আমাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি সততার সঙ্গে দায়িত্ব পালনে শতভাগ চেষ্টা করেছি।’

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমার সময়েই শিক্ষার মান বিশ্বে একটা কাঙ্ক্ষিত মানে গিয়ে পৌঁছেছে। বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছে দিতে পেরেছি আমরা। এটা একটি অনন্য সাফল্য।’

এদিকে আজ বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হয়। নতুন মন্ত্রিসভায় স্থান হয়নি টানা দুই মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নুরুল ইসলাম নাহিদের। তাঁর সঙ্গে পুরোনো মন্ত্রিসভার প্রভাবশালী বেশ কয়েকজন সদস্যসহ মোট ৩৬ জনের জায়গা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.