বাদ পড়লেন যে দুই উপমন্ত্রীও
নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হচ্ছে মন্ত্রিসভা। ৪৬ সদস্যের মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী স্থান পাচ্ছেন।
আগামীকাল সোমবার বিকেলে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন।
বিগত ২ উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাননি।
তারা হলেন— আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন) ও আরিফ খান জয় (যুব ও ক্রীড়া)। আরিফ খান জয় নির্বাচনে মনোনয়নও পাননি।
স্থান পাননি যেসব প্রতিমন্ত্রী
মো. মুজিবুল হক (চুন্নু) (শ্রম ও কর্মসংস্থান), মির্জা আজম, (বস্ত্র ও পাট), ড. বীরেন শিকদার (যুব ও ক্রীড়া), বেগম মেহের আফরোজ (মহিলা ও শিশু), তারানা হালিম (তথ্য), মোহাম্মদ নজরুল ইসলাম (পানি সম্পদ), মো. মসিউর রহমান রাঙ্গা (পল্লী উন্নয়ন ও সমবায়), কাজী কেরামত আলী (শিক্ষা) ও প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক (জনপ্রশাসন)।