বিএনপির এমপিদের সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

571

গণতন্ত্রের স্বার্থে এবং গঠনমূলক রাজনীতিতে নিজেদের ফিরে আসার সুযোগ কাজে লাগাতে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

140-(1)তিনি বলেন, নির্বাচনে পরাজয় স্বীকার করে গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে যোগ দেয়া উচিত। খবর: ইউএনবি

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় উদ্বোধনী ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের বর্তমান অবস্থা বিবেচনা করে গণতন্ত্রচর্চার সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নির্বাচনের বিএনপির পরাজয়ের কারণ হিসেবে শেখ হাসিনা বলেন, তাদের (বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট) পরাজয় স্বীকার করতে হবে। কারণ তারা যোগ্য নেতা নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এবং হত্যার রাজনীতি করার জন্য জনগণের সমর্থন হারিয়েছে। বিএনপি একজন পলাতক অপরাধীকে দিয়ে দল পরিচালনা করায় নির্বাচনে হেরেছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.