বিএনপির কর্মসূচির জন্য অনুমতি কেন?

421

বাংলাদেশ:গত শনিবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,বিএনপির সব কর্মসূচির জন্য অনুমতি নিতে হবে কেন?বিএনপি তো ১৪৪ ধারা ভঙ্গ করেনি।
বিএনপির নেতা-কর্মীরা তো রাস্তায় নামেননি, তাঁরা ১৪৪ ধারাও ভঙ্গ করেননি উল্লেখ করে বিএনপির মহাস‌চিব বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করবে কেন? তিনি বলেন, ‘ফুটপা‌তে দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন করতে পার‌ব না কেন? এটা তো আমার মৌ‌লিক অধিকার। তাহ‌লে কি ঘ‌রের ম‌ধ্যে কথা বল‌তেও পু‌লি‌শের অনুম‌তি লাগ‌বে? Fokrul-1
মির্জা ফখরুল বলেন, সরকা‌র উসকানি ‌দি‌য়ে প‌রি‌স্থি‌তি ঘোলা‌টে ও সংঘাতপূর্ণ করতে চাইছে। কিন্তু বিএন‌পি শান্তিপূর্ণ কর্মসূ‌চি চা‌লি‌য়ে আস‌ছে। সরকার যে ধরনের আচরণ কর‌ছে, তা‌তে উদ্ভূত প‌রি‌স্থি‌তির জন্য তারা দায়ী থাক‌বে। তি‌নি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উসকানি‌তে হামলা চা‌লি‌য়ে অসংখ্য নেতা-কর্মীকে আহত ও আটক ক‌রে‌ছে। এ ঘটনায় তিনি তীব্র ঘৃণা ও ধিক্কার জানান।
মহাসচিব বলেন, সরকার শান্তিপূর্ণ কর্মসূ‌চিতে বাধা না দেওয়ার কথা বল‌লেও কালো পতাকা প্রদর্শ‌নের ম‌তো কর্মসূ‌চি‌কে কেন্দ্র করে তারা প্রমাণ ক‌রে‌ছে, তারা মুনা‌ফেকি গণতন্ত্র করে।
সংবাদ সম্মেলনে বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, মঈন খান, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.