বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার

639

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসভবন থেকে তাকে গ্রেফতরা করা হয়। ডিবি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।

Court-Rofikul islam

এর আগে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মঙ্গলবার দুপুরে বিএনপির এ নেতাকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব।

সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন তার পিএ মোখসেদুর রহমান আবির।

তিনি জানান, বিএনপির মনোনয়ন বোর্ডের স্বাক্ষাৎকার নেয়া শেষে তিনি বাসায় ফেরার পর ডিবি তাকে নিয়ে যায়।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০১ সালে ৭ এপ্রিল রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের নোটিসটি ওই বছরের জুনের ১০ তারিখে রফিকুল ইসলাম মিয়া গ্রহণ করলেও কোনো জবাব দেননি। পরে ২০০৪ সালের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয় এবং ২০১৭ সালের ১৪ নভেম্বর বিচার শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.