বিএনপির শৃঙ্খলা ভেঙে গেছে: বি চৌধুরী

467

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে বিএনপির মহাপরাজয় হয়েছে। তাদের দলের শৃঙ্খলা ভেঙে গেছে। আর শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। উন্নয়নের অগ্রগতিকে আরও বেগবান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বিকালে বারিধারার বাসভবন ‘মায়া-বি’তে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের কমিনিটি লিডার ও বিশিষ্ট নারীনেত্রী তাসনিমা মান্নান সানিয়াসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিকল্পধারায় যোগ দেন। দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বড় মেয়ে তাসনিমা।

বি চৌধুরী বলেন, উন্নয়ন এবং সমৃদ্ধিকে বিকল্পধারা বাংলাদেশের হৃৎপিণ্ড মনে করে। আমরা তাই মনে করি, গর্বিত বাংলাদেশ এগিয়ে যেতে পারে তীব্র গতিতে উন্নয়নের মাধ্যমে। উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি এবং সন্ত্রাস।

দুর্নীতি এবং সন্ত্রাসকে রুখে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু বাহ্যিক উন্নয়নই যথেষ্ট নয়। আমরা বারবার বলেছি, উন্নয়ন যদি হয় বাংলাদেশের হৃৎপিণ্ড তা হলে গণতন্ত্র হবে বাংলাদেশের আত্মা। আত্মাহীন বাংলাদেশের অস্তিত্ব হবে প্রাণহীন। সে জন্য একাধারে উন্নয়ন অন্যদিকে সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো বিকল্পধারা বাংলাদেশের ইশতেহারের প্রধান দুটি দিক।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমরা সব সময় বিশ্বাস করি শ্রদ্ধার রাজনীতিতে। শ্রদ্ধা করে কেউ ছোট হয় না। আর ঘৃণা করে কেউ বড় হয় না।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন উন্নয়নের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধার রাজনীতি এই তিনটিকে নিয়েই আমরা ভবিষ্যতে শান্তিপূর্ণ একটি অগ্রগামী বাংলাদেশের স্বপ্ন দেখি।

যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, অধ্যাপক আনোয়ারা বেগম, সহসভাপতি মাহমুদা চৌধুরী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.