বিএনপির ১০ বিভাগীয় টিম গঠন
নির্বাচনকে কেন্দ্র করে নিহতদের পরিবার ও হামলা-মামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানের জন্য ধানের শীষ প্রার্থীদের আগেই নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ড। তারা ক্ষতিগ্রস্তদের কীভাবে সহায়তা করছেন তা সমন্বয়পূর্বক কেন্দ্রকে সঠিকভাবে অবহিত করার জন্য ১০টি সাংগঠনিক বিভাগের প্রতিটিতে পাঁচ সদস্যের টিম গঠন করেছে দলটি।
সূত্র জানায়, এসব কমিটি কারাগারে আটক নেতাকর্মীদের জামিনে মুক্তিলাভের প্রধান অন্তরায়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আসনভিত্তিক ধানের শীষের প্রার্থীরা এসব নেতাকর্মীদের আইনি সহায়তায় এগিয়ে আসছেন কিনা তাও তদারকি করবেন বিভাগীয় কেন্দ্রীয় কমিটি।
এসব কমিটিতে একজনকে দলনেতা করে চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের আইনি সহায়তার বিষয়কে সামনে রেখে জেলা সফর করার পরিকল্পনাও করেছেন। এসব সফরে নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানামুখী কর্মসূচিও গ্রহণ করবেন তারা।
এর মধ্যে আলোচনা সভা, উঠান বৈঠকের মতো কর্মসূচি নিয়ে তারা সাংগঠনিক দুর্বলতাগুলোকেও চিহ্নিত করবেন বলে জানা গেছে।
এসব কমিটির মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে ঢাকা বিভাগ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ময়মনসিংহ, ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে চট্টগ্রাম, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে রাজশাহী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে খুলনা, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারকে সিলেট, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে বরিশাল, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে রংপুর, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে ফরিদপুর ও চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদকে কুমিল্লা বিভাগের দলনেতা করা হয়েছে।
এসব কমিটি গঠনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে- একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সরকারি বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক হামলা, মামলা, গ্রেফতার ও আহতসহ ক্ষতিগ্রস্ত নেতাকর্মী ও সমর্থকদের দলীয় প্রার্থীরা কীভাবে সাহায্য-সহযোগিতা করছেন তা সমন্বয়পূর্বক কেন্দ্রকে সঠিকভাবে অবহিত করার জন্য বিভাগওয়ারি টিম কাজ করবে।
টিমের কার্যক্রম নিয়ে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, সারা দেশে নির্যাতনের একই চিত্র। তাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন। এসব নেতাকর্মী জামিনে মুক্তিলাভের জন্য আইনি সহায়তা কতটুকু দেয়া হচ্ছে, তাদের মুক্তি লাভের প্রধান অন্তরায়গুলো কী ধরনের, তা চিহ্নিত করার জন্য কাজ করবেন তারা।
যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ২৬ জানুয়ারি আমরা ময়মনসিংহে যাব। চার দিন সেখানে অবস্থান করে প্রতিটি জেলায় সফর করব। ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সাহায্যার্থে প্রার্থীরা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা কিংবা নিতে না পারলে সমস্যা কোথায় তা চিহ্নিত করার চেষ্টা করব। বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত: বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারে বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটির কার্যক্রম গত কয়েক বছরে কোনো সুফল আনতে পারেনি। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও বিদেশিদের ইতিবাচক সহযোগিতা পায়নি দলটি। তাই এ কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গত ১৭ জানুয়ারি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিকে বলা হয়, ‘বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। আগামী এক সপ্তাহান্তে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে। নতুন কমিটি গঠনের আগে যদি পুরনো কমিটির কোনো সদস্য কমিটি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা প্রয়োজন মনে করেন তাহলে তাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি।’