বিএনপি-জামায়াত নাকে খত দিয়ে নির্বাচনে এসেছে: নাসিম

502

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন সামনে আসছে। বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নেতাদের বলছি, নাকে খত দিয়ে মাঠে খেলতে এসেছেন সেটা ভালো কথা। কিন্তু ঠিকভাবে খেলবেন। যদি ফাউল করেন তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে।image-124997-1545495220

শনিবার বিকালে টাঙ্গাইলে দলীয় প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির সমর্থনে গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নাসিম বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের বিশ্বাস আছে। কিন্তু যারা অননুমোদিত দল জামায়াতে ইসলাম, তারা বিএনপির সঙ্গে মিলে নির্বাচনের মাঠে নেমেছে। অবশ্যই জনগণ তাদের বিচার করবে।

মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিছ, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার সাধারণ সম্পাদক সুরুজ তালুকদার, গোপালপুর পৌসসভার মেয়র রকিবুল হক সানা, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাদল তরফদার, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী গোপালপুর উপজেলার হেমনগরে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য দেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, হেমনগর ইউপি চেয়ারম্যান আয়ুব খান, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.