বিএনপি-জামায়াত যেন ভুয়া ব্যালট ব্যবহার করতে না পারে

548

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০ ডিসেম্বর লুটেরা, রাজাকার, জামায়াতকে প্রত্যাখ্যান করুন। তাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন। তারা যেন কোনোভাবেই ভুয়া ব্যালট ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। বুধবার বিকেলে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের আগে ভিডিও কনফারেন্সের শুরুতেই বক্তব্যে তিনি এ কথা বলেন। ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্স করেন তিনি।

hasina-bd5-20181219190707

প্রধানমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলো শেষ করতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। অন্য কেউ ক্ষমতায় এলে সব প্রকল্প বন্ধ হতে পারে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং সবার জন্য উন্নত জীবন নিশ্চিতে নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলছি। বাংলাদেশ আজ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত হতে চলেছে। আমি নৌকায় ভোট চাইছি। আপনারা ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেবেন। যাতে করে উন্নয়নের গতিধারা ধরে রাখতে পারি।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে চট্টগ্রামের উন্নয়ন হয়, আর ক্ষমতা থেকে চলে গেলে উন্নয়ন থমকে যায়। চট্টগ্রাম সবসময় আবহেলিত ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই চট্টগ্রামের উন্নয়ন হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আরও উন্নয়ন চাইলে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.