বিএনপি নির্বাচন বানচাল করতে চায়: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে। সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
কাদের বলেন, ‘সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছিল। তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন ফরম বিতরণের সময় বিএনপি পরিকল্পিতভাবে নেতাকর্মীদের পাশাপাশি সন্ত্রাসীদের জড়ো করে পুলিশের ওপর হামলা করেছে। এতে ২০ জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে।’
তিনি বলেন, ‘এতদিন যারা পরিবেশ পরিবেশ বলে চিৎকার করছিলেন, তফসিল ঘোষণার পর তারাই পরিবেশ নষ্ট করছে।’
বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রির ভুয়া প্রতিযোগিতায় লিপ্ত অভিযোগ করে কাদের বলেন, ‘আমাদের ৪ হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এখন তারা এর চেয়ে বেশি বিক্রি দেখাতে চাইছে। এজন্য দলটি চিহ্নিত দাগি সন্ত্রাসীদের জড়ো করে ফরম বিক্রি দেখাচ্ছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তারা মনোনয়ন ফরম বিক্রির ভুয়া সংখ্যাতত্ত্ব দিচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ত্রাণ সম্পাদক সুজিত নন্দী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।