‘বিএনপি নেতা-কর্মীরা আ. লীগে যোগ দিতে অপেক্ষা করছেন’

703

বিএনপির অনেক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়াম লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

image-111711-1542189087ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে দল বদলের সুযোগ এখনো রয়েছে। অনেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলে তাদের নিয়ে আনন্দ মিছিল করা হবে।

পুলিশ সদরদপ্তর নিয়ে বিএনপির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। নির্বাচন নিয়ে পুলিশ সদরদপ্তরে কোনো ষড়যন্ত্র হচ্ছে না।

নির্বাচন কমিশন সচিবের বদলীর বিষয়ে বিএনপির দাবিকে ‘মামার বাড়ির আবদার’ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ ছাড়া ১৪ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে কোনো সমস্যা নেই জানিয়ে শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি বলে জানান দলের এই শীর্ষ নেতা।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.