বিএনপি নেতা মির্জা ফখরুলের ক্ষোভ
চট্টগ্রাম (দক্ষিণ) জেলার পটিয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নুরুল হক তালুকদারের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেছেন, নির্বাচনের পর আরো অত্যাচারী হয়ে উঠেছে আওয়ামী লীগ। তাদের নিস্পেষণে অতিষ্ঠ দেশবাসী।
মির্জা ফখরুল বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ‘আওয়ামী লীগ ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে’ ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। আর সেই হামলার শিকার হয়ে গুরুতর আহতাবস্থায় নুরুল হক তালুকদার মৃত্যুর মুখে ঢলে পড়েছে।
নুরুল হক তালুকদারের মৃত্যুর ঘটনায় সন্ত্রাসীদের প্রতি ধিক্কার জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।