বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন রাবির সাবেক শিক্ষার্থী সাজু

239

বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ফ্যাশন ডিজাইনার, ম্যাকয়্-এর প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক মেসবাহ্-উল-আলম সাজু। ৩০ জুলাই সন্ধ্যায় ঢাকায় একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাজুর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ফ্যাশনে বিশেষ অবদান রাখার জন্য সাজুকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির পাশাপাশি অনুষ্ঠানে মেসবাহ্-উল-আলম সাজুর ডিজাইন করা পোশাক নিয়ে ফ্যাশন শো প্রদর্শিত হয়। ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড’ শীর্ষক এ অনুষ্ঠানে শিল্পা শেঠি প্রধান অতিথি ছিলেন। সেই সঙ্গে তিনি অনুষ্ঠানে পারফর্মও করেছেন। মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু জানান, বিভিন্ন ক্যাটগরিতে যারা সফল ও বিশেষ অবদান রেখেছেন, এমন ব্যক্তিদের হাতেই আমরা অ্যাওয়ার্ড তুলে দিয়েছি।

ফ্যাশন ডিজাইনে নিজস্ব স্বকীয়তার জন্য সাজু এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। সাজু বলেন, কাজের স্বীকৃতি পেলে সবার মতো আমারও ভালো লাগে। আশা করি সামনে ফ্যাশন সচেতনদের আরও ভালো ভালো ডিজাইন উপহার দিতে পারব।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.