বিনিয়োগ বাড়াতে ৩০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক
উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৩০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় “ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট” এর আওতায় এই ঋণ সহায়তা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে “ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট” এর আওতায় দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল ব্যবহারের জন্য আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাথে তৃতীয় পর্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাল বুধবার বিকাল টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ৫ম তলাস্থ জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।