বিপুল আনন্দ-উৎসবে বর্ণমালা’র বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

255

নিউজবিডি ইউএস ডেস্কঃ

আনন্দঘন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত ২৭ আগস্ট উডব্রিজের লিসেলভানিয়া স্টেট পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো বর্ণমালা শিক্ষাঙ্গনের বাৎসরিক বনভোজন। মেরিল্যান্ড, ওয়াসিংটন ডিসি এবং ভার্জিনিয়ার ৪ শতাধিক অতিথি এই আনন্দ উৎসবে অংশ নেন।

বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ভার্জিনিয়ার সাড়া জাগানো আইটি শিক্ষা প্রতিষ্ঠান ডেটা গ্রুপের সিইও জাকির হোসাইন।

14182454_1085074704862813_679379989_n

দিনব্যাপী এই মিলনমেলা স্মরণ করে দিয়েছিলো বাঙালির ঐতিহ্যবাহী ” চড়ুইভাতির” কথা । সকাল ৯ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৮ টা পর্যন্ত অতিথিদের আনন্দে মাতিয়ে রেখেছিলো বর্ণমালার নানারকম আয়োজন । সকালের নাস্তা দিয়ে শুরু হয় বনভোজনের প্রারম্ভিক যাত্রা । দূরদূরান্ত থেকে আগত অতিথিদের আগমনে সকালের মিস্টি রোদে ভোরে উঠে বনভোজনের কানন। বিভিন্ন ধরণের খেলা ছোট ছোট ছেলেমেয়েদের মাতিয়ে রাখে এক মিষ্টি ছোঁয়াতে, যেন রঙিন প্রজাপতির উড়ন্ত ডানায় ভর করেছিল-প্রবাহিত নদীর হিমেল হাওয়া । ছোটদের পাশাপাশি বড়দের জন্য ছিল চমকপ্রদ খেলার আয়োজন। আগত অতিথিরা মেতে উঠেছিল দৈনন্দিন কাজের গ্লানি ভুলে এক অনাবিল আনন্দের উচ্ছাসে।

14159711_1085074724862811_1001038433_n

বর্ণমালার বনভোজনে বিভিন্ন ধরণের আয়োজনের মধ্যে ছিল সকালের নাস্তা, আইসক্রিম পার্টি, সারাদিনের জন্য স্নাক্স, মধ্যাহ্ন ভোজ, যা ছিল রিমি ক্যাটারিংয়ের এক অনন্য পরিবেশনা। বর্ণমালার রেজিস্ট্রেশন বুথের দায়িত্বে ছিলেন লিজা ও সাথী। খেলাধুলায় আকাশ, আইভি, মাহফুজ, রূপম, বিংগো খেলায় মনসুর আলম ও শ্রাবনী  এবং  অতিথি অভ্যর্থনায় ছিলেন সোহানি ও আলেয়া।
সারাদিনের এই আয়োজনে প্রধান আকর্ষণ ছিল  র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

14182174_1085074738196143_221796432_n

মৃদুল রহমান ও সোনিয়ার সঞ্চালনায় অতিথিদের গান গেয়ে শোনান অসীম বড়ুয়া ও জুয়েল বড়ুয়া, ছোটদের গানে শ্রাবনী ও অর্পিতা, নৃত্যে মায়া ও ইশাল সহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় পোটোম্যাক নদীর তীর ঘেঁষে বনভোজনের পার্কটি হয়ে উঠে সুরেরমেলা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিজয়ীদের মধ্যে ৫০ ইঞ্চি এলসিডি এইচডি টিভি,  টাচ স্ক্রিন ল্যাপটপ, ট্যাবলেট সহ বিভিন্ন পুরুস্কার প্রদান করা হয় ।

14194252_1085074721529478_745909619_n

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ভার্জিনিয়ার সারা জাগানো আইটি প্রতিষ্ঠান ডাটা গ্রুপের সিইও জাকির হোসাইন । যিনি বর্ণমালার প্রতিষ্ঠালগ্ন থেকে আর্থিক সহযোগিতা করে আসছেন এবং বর্ণমালা শিক্ষাঙ্গনের উপদেষ্টা হিসাবে সহযোগিতা করে আসছেন।
অতিথিদের মধ্যে কমনওয়েলথ মর্টগেজের সিইও তৌফিক মতিন, এমন রিয়েলিটির নিজাম উদ্দিন, রিয়েল্টর আলাউদ্দিন,  বাগডিসির নুরুল ইসলাম,  ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির আবু রুমি, আক্তার হোসাইন, একতারার এস কে  মিলন, আবিয়ার গোলাম মওলা, উদয়ন ফাউন্ডেশনের  রেদওয়ান চোধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, আরটিভির আকাশ সহ ফোবানা- ২০১৬ এর কর্মকর্তা  ও বর্ণমালার উপদেষ্টা মাহ্শাদুল আলম রূপম  সহ বর্ণমালার সকল বোর্ড মেম্বার গণ উপস্থিত ছিলেন ।

14171956_1085074708196146_36685961_n
বর্ণমালার সারাদিনের এই আয়োজনে গ্রান্ড  স্পনসর ছিল কমনওয়েলথ মর্টগেজ । পাশাপাশি এএমএন রিয়েলিটি, অল স্টেট ইন্সুরেন্স, রিমি ক্যাটারিং, রেমিক্স এর মো কাদের , রাফিয়া ট্রাভেলস এর মোহাম্মদ রব্বানী,  বর্ণমালার উপদেষ্টা কচি  খান,  রিয়েল্টর-আলাউদ্দিন এই বনভোজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন। বর্ণমালার বাৎসরিক বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন এন্থনি পিউস গোমেজ, মৃদুল রহমান, জাকির হোসেন, রূপম, দোলন, সাহাবুদ্দিন, বাবুল, নাঈম, মনসুর, উজ্জ্বল, রেদোয়ান, স্বপন, সিমকীয়া, লিজা, সাথী ও সেলিম। বর্ণমালার সভাপতি নাজনীন আখতার, আগত অতিথিদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ প্রদান ও সকলকে আগামী বছরের বনভোজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.