জাহিদূর রহমান: ওয়াশিংটনডিসির মেরিল্যান্ডে বসবাসরত বিশিষ্ট শিক্ষাবিদ ড:আজহার হোসেন ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। শনিবার স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে মেরিল্যান্ডের প্যাডের হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
ড:আজহার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি চাপাইনবাবগন্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে। রোববার বাদ জোহর মেরিল্যান্ডের এমসিসি ইসলামিক সেন্টারে(pray time, 1 pm,15200 New Hampshire av,silver spring, md20905) জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে কলম্বিয়া মেমোরিয়াল পার্ক, ক্লারক্সভিল মেরিল্যান্ডে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মেরিল্যান্ডের বারটনস ভিলে বসবাসরত ড: আজহার হোসেন ইউএসডিএ ‘র একজন বিজ্ঞানী ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।প্রয়োজনে যোগাযোগ;নাজির উল্লাহ:3015379885,সাংবাদিক জাহিদ:7185027319