বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন
ফেরদৌসী আক্তার পলি, স্পেন
বর্তমান আওয়ামী সরকারের হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা ক্ষোভ এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিউনিস্ট শফিক রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন। রবিবার মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ টায় বিএনপি নেতা আবুল খায়ের এর পবিত্র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে আহবায়ক কমিটির উদ্যোগে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় ।
স্পেন বিএনপির যুগ্ন আহবায়ক নুর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব রিয়াজ উদ্দিন লুৎফুর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা জিয়াউর রহমান খান।
প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘এই অবৈধ সরকারের অধীনে দেশে আজ কোনো মানুষের নিরাপত্তা নেই, গণতন্ত্র আজ মৃত, বিচার বিভাগ মৃত, সমাজের দর্পণ আজ সাংবাদিকতার কলমও মৃত।
বক্তারা আরো বলেন, অবিলম্বে সাংবাদিক শফিক রহমানকে মুক্তি না দিলে প্রবাসের মাটি থেকে তীব্র আন্দোলন করে তাকে মুক্ত করে আনা হবে। পাশাপাশি গ্রেফতারকৃত সকল সাংবাদিক ও রাজনৈতিক নেত্রীবৃন্দের মুক্তির দাবি জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, স্পেন বিএনপির মিজানুর রহমান বিপ্লব, তালাত মাহমুদ উজ্জল, শরিফ মনির, কাজী কাশেম, সোহেল ভুইয়া, রমিজ উদ্দিন, সোহেল আহমদ সামছু, আব্দুল আওয়াল, চানুর মিআ ছাদ, আবু জাফর রাসেল, হুমায়ন কবির রিগান, জাকিরুল ইসলাম জাকির সহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।