বিসিসিডিআই বাংলা স্কুল -এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মিঃ দীপক বড়ুয়াকে সাময়িক দ্বায়িত্ব প্রদান

557

নিউজ বিডি ইউএস ডেস্ক_

বিসিসিডিয়াই বাংলা স্কুলের পক্ষ থেকে ওয়াশিংটন মেট্রো এলাকার সকলের অবগতির জন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১৭ই জুলাই,২০১৬ থেকে ২০শে আগষ্ট,২০১৬ পর্যন্ত এই সময়ের জন্য বিসিসিডিয়াই-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মিঃ দীপক বড়ুয়াকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব দেয়া হয়েছে। উক্ত সময়ের জন্য সংগঠনের সভাপতি মিঃ সঞ্জয় বড়ুয়া পারিবারসহ ছুটিতে দেশের বাইরে থাকার কারনে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহন হয়েছে। বর্তমান সভাপতির অনুপস্থিতিতে মিঃ দীপক বড়ুয়া সংগঠনের যাবতীয় কার্যক্রম ও ন্যাস্ত দ্বায়িত্ব পালন করবেন এবং কার্যকরী পরিষদের সবার আস্থাভাজন দীপক বড়ুয়া তা যথাযথভাবে পালন করবেন বলে তারা বিশ্বাসী। সংগঠনের যাবতীয় কাজ সম্পন্ন করার পাশাপাশি মিঃ দীপক বড়ুয়া প্রয়োজনে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সকল নথি পত্রে স্বাক্ষর করবেন এবং সাংগঠনিক সিদ্ধান্তপূর্বক তাকে এই মর্মে অধিকার প্রদান করা হয়েছে। এছাড়া সংগঠন সংক্রান্ত কোন বিষয়ে তার সাথে যোগাযোগের জন্য নিম্নোক্ত ফোন ও ইমেইল ঠিকানা ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছেঃ Phone – 339-707-0571, Email: [email protected] or [email protected]. উক্ত সময়ের জন্য বিসিসিডিয়াই-এর ভারপ্রাপ্ত সভাপতি মিঃ দীপক বড়ুয়াকে সহযোগিতা করার জন্য সবাইকে সবিনয় অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.