বৃহত্তর ওয়াশিংটন ডিসি ডুয়াফির নতুন কমিটির শপথ গ্রহণ 

227

নিউজবিডিইউএস ডেস্কঃওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড,ভার্জিনিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় আলামনাই ফোরামের (ডুয়াফি) ২০১৯-২০২০ কার্যনির্বাহী পরিষদের অভিষেক হয়েছে। স্থানীয় সময় শনিবার মেরিল্যান্ডের রকভিলের হোভার মিডল স্কুলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন এই পরিষদ দায়িত্ব গ্রহণ করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার প্রাণরসায়ন বিভাগের আরিফুর রহমান এবং অপর দুই সদস্য ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের আন্তর্জাতিক সম্প্রচারক ইংরেরি বিভাগের প্রাক্তন শিক্ষক আনিস আহমেদ ও মৃত্তিকা বিভাগের মাসুদ হাসান পিন্টু নবনির্বাচিত এই পরিষদের শপথ বাক্য পাঠ করান। FB_IMG_1549250152270আইবিএ ও পরিসংখ্যান বিভাগের রায়হান এলাহী সভাপতি এবং মাইক্রোবায়োলজি বিভাগের ড. এ কাইয়ুম খান নতুন এই কমিটির সাধারণ সম্পদক নির্বাচিত হয়েছেন। এছাড়া নৃবিজ্ঞান বিভাগের শতরপা বড়ুয়া সহ- সভাপতি, মাইক্রোবায়োলজি বিভাগের ভ. ইসরাত সুলতানা মিতা যুগ্ম সম্পাদক এবং আইবিএ ও ইংরেজী বিভাগের ইরাজ তালুকদার কোষাধক্য পদে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি রায়হান এলাহী ডুয়াফির কার্যক্রম আরো বাড়িয়ে একে একটি পেশাজীবি যোগাযোগ সংগঠনে পরিণত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। FB_IMG_1549250421446এছাড়া সংগঠনের জন্য একটি এনডোমেন্ট ফান্ড গঠন, নিয়মিত নিউজ লেটার বের করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাগত অভিবাসী গ্রাজুয়েটদের প্রাথমিকভাবে সহায়তা প্রদান এবং আগামী ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পালনের পরিকল্পনাও রয়েছে বলে জানান বিশ্বব্যাংকের এই প্রধান জ্বালানি বিশেষজ্ঞ। বিদায়ী সভাপতি সাবরিনা শারমিন রহমান নবনির্বাচিত পরিষদের সফলতা ও অগ্রগতি কামনা করেন। শপথ গ্রহণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তণ গ্রাজুয়েট উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.