বৃহত্তর ওয়াশিংটন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৩০ মে
নিউজবিডিইউএস ডেস্কঃ
প্রবাসে দলীয় কাজ শক্তিশালী এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে তৃর্ণমূল পর্যায়ে যুব সমাজকে সংগঠিত এবং বিভিন্ন বিভিনড়ব অঙ্গ রাজ্যে নতুন কমিটি করার লক্ষে সম্মেলনের ব্যাপক কর্মসূচী নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ। এ কর্মসূচীর আলোকে আগামি ৩০ মে সোমবার বৃহত্তর ওয়াশিংটন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্জিনিয়ার ৮৬০৯ সাউডলী রোড ৩০১ ম্যানাসাস এভিনিউতে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। সম্মেলন উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী। প্রধান বক্তা যুক্তরাষ্ট্র যুবলীগের যুগড়ব আহবায়ক বাহার খন্দকার সবুজ। বিশেষ অতিথি থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড: খন্দকার মনসুর, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযাদ্ধা আলাউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এটর্ণী মোহাম্মদ আলমগীর, ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি জিবক বড়ুয়া, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি এডভোকেট অমর ইসলাম, ম্যারিল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর। যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সদস্য আতিকুর রহমান সুজন, একরামুল হক সাবু, সাইফুল্লা ভূইঁয়া, স্বপন কর্মকার, ইসমাঈল হোসেন স্বপন, তানজীর আলম (টিজে), এমডি রিয়াজুল কাদির লস্কর মিঠু, শাহ রহিম শ্যামল, আমিনুল হোসেন , সফি আনসারী, ফ্লোরিডা যুবলীগের সভাপতি দয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক রমিজউদ্দিন আহমেদ, নিউইর্য়ক সিটি যুবলীগের আহবায়ক খন্দকার জাহিদুল ইসলাম, যুগড়ব আহবায়ক মোহাম্মদ সুমন আলী, ম্যানহাটন বরো কমিটির আহবায়ক সামসুল আলম খান,যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান প্রমুখ।
সভাপতিত্ব করবেন বৃহত্তর ওয়াশিংটন যুবলীগের আহবায়ক দেওয়ান আরশাদ আলী (বিজয়)। তিনি বলেন, সম্মলনের সকল প্রস্তুতি সম্পন্ন । ব্যতিত্রুমধর্মী এ সম্মেলনে যুবলীগের নেতা-কর্মীসহ স্বাধীনতা স্বপক্ষের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বৃহত্তর ওয়াশিংটন যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন।
উল্লেখ্য, ইতিপূর্বে ফ্লোরিডা সম্মেলন সম্পনড়ব হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র যুবলীগ পর্যায়ক্রমে আটলান্টা, মিশিগান, বোস্টন (নিউ ইংল্যান্ড) এবং নিউইয়র্ক ষ্ট্রেট কমিটি, নিউইয়র্ক সিটি কমিটি ও কুইন্স, ম্যানহাটন, ব্রঙ্কস, ব্রুকলিন চারটি বরো কমিটির সম্মেলন চলতি বছরে অনুষ্ঠিত হবে জানান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী।