”বৃহত্তর ঢাকা সমিতি মিলান “ এর অভিষেক ও জাকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
এক জাকজমকপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে “ বৃহত্তর ঢাকা সমিতি মিলান “ এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হলো।
রবিবার সন্ধ্যা ৭ টায় ইতালি মিলানো শহরের স্থানীয় হল “ কার্মা মিলানোতে “ হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানটি উপভোগ করেন ,বৃহত্তর ঢাকা সমিতি মিলান এর সভাপতি আনোয়ার বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বের পরিচিতি সভা শুরু হয়, এ সময় নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোল্লা ,প্রচার সম্পাদক কাইয়ুম মোল্লা ,উপদেষ্ঠা আইয়ুব আলী , আলী আহমেদ , চঞ্চল রহমান ,মঞ্জুর হোসেন সাগর সহ আরো অনেকে…সংগঠনের নব নির্বাচিত কমিটির সদস্যরা জানান তাদের এই সংগঠন শুধু ঢাকা বাসীর কল্যানেই নয় প্রবাসী বাংলাদেশি সহ সমাজের কল্যানে কাজ করে যাবার লক্ষেই তাদের এই সংগঠনের যাত্রা , আগামীতে তারা এই লক্ষেই বদ্ধপরিকর….. দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সাংবাদিক ফেরদৌসী পলি ও জামাল আহমেদ ,বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখে রাত পর্যন্ত ,সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো গান পরিবেশন করেন বাংলাদেশের অন্যতম শিল্পী লেলিন ,বলিওড খ্যাত রাজাওয়ারা ডান্স গ্রূপ ও জেসিকা, জেনিফার,রানা ও মাইশার নৃত্যের ঝংকারে দর্শক দারুন উপভোগ করে অনুষ্ঠানটি , বাংলাদেশ আওয়ামীলীগ ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ,বৃহত্তর কুমিল্লা সমিতি ,বৃহত্তর নোয়াখালী সমিতি ,বৃহত্তর সিলেট সমিতি ,রাজৈর উপজিলা কল্যাণ সমিতি ,মহিলা সমিতি ,সহ বিভিন্ন সমিতি ,সংগঠন সহ মিলান বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
_ফেরদৌসী আক্তার পলি ,মিলানো ইতালি।