বৃহত্তর নোয়াখালি সমিতি মিলান মনজা, ব্রিয়ান্জার আয়োজনে পালিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল
ফেরদৌসী আক্তার পলি, মিলান ইতালি:
রবিবার ৭ রমজানে ইতালির মিলানো শহরে বৃহত্তর নোয়াখালি সমিতি প্রবাসী বাংলাদেশীদের নিয়ে, বাংলাদেশ ইসলামিক সেন্টার এ এই ইফতারের আয়োজন করে। সংগঠনের সভাপতি হারুন উর রশিদ ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, “সিয়াম সাধনার মাসে প্রবাসে আমরা সকলে একসাথে ইফতারে সামিল হতে পেরে অত্যন্ত ভালো লাগছে এবং আগামীতে তিনি আবারো একসাথে ইফতারের আশাবাদ ব্যক্ত করেন এবং আগাম ঈদ শুভেচ্ছা জানান”।
এ সময় বক্তব্য রাখেন, মাহবুব আলম ছুট্টু, আবুল খায়ের, মীর হোসেন বিপ্লব, কাজী আলমগীর, গোলাম সারোয়ার, ইঞ্জিনিয়ার ফিরোজ আলমসহ আরো অনেকে।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সমিতি, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি অনেক বিদেশী বিভিন্ন দেশের মুসুল্লিদের ও অংশগ্রহণ করতে দেখা যায়।