বৃহত্তর নোয়াখালী সমিতি মিলানো, মনছা, ব্রিয়ানছা, ইতালির নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী পরিষদ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে…
ফেরদৌসী আক্তার পলি, মিলান ইতালিঃ রবিবার ১ জানুয়ারী বিকাল ৫ টায় মিলানো শহরের স্থানীয় একটি হলে নব নির্বাচিত সভাপতি মীর হোসেন বিপ্লব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন এর পরিচালনায় আগামী ২০১৭ ও ২০১৮ সালের জন্য, নির্বাচিত ৪১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও কার্যকরী পরিষদ এর পরিচিতি সভাটি শুরু হয়।
বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি হারুন উর রশিদ সভার শুরুতেই নবগঠিত কমিটির কাছে সংগঠন এর যাবতীয় দায়িত্ব সহ, হালখাতা হস্তান্তর করেন।
এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন খুরশিদ আলম, ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, নজরুল ইসলাম ভূঁইয়া, সেলিম আহমেদ, শহিদুল কবির ফারুক, মাসুদ ভূঁইয়া, এনামুল হক রিমন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে মিলানো বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সমিতি, সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত থেকে বৃহত্তর নোয়াখালী সমিতিকে শুভেচ্ছা জানিয়েছেন, সভা শেষে মিষ্টিমুখ করে দিনটিকে স্মরণীয় করে রাখা হয় সংগঠন এর পক্ষ থেকে ।