বৃহত্তর পাবনা জেলা সমিতির আয়োজনে ইতালিতে ঈদ পুনর্মিলনী অনুুষ্ঠিত

236
 ফেরদৌসী আক্তার পলি,ইতালি:  গত রবিবার  বিকাল ৪ টায় ইতালির মিলানো শহরের স্থানীয় একটি হলে বৃহত্তর পাবনা জেলা সমিতি মিলান লম্বারদিয়া আয়োজন করলো ঈদ পরবর্তী এক মিলনমেলা ও সমিতির সদস্যদের পরিচিতি সভা ।received_870013799820898এক আনন্দঘন পরিবেশে বিকাল ৪ টা থেকে রাত অবধি পর্যন্ত এই আয়োজন চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান লম্বারদিয়া আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান লম্বারদিয়া  আওয়ামীলীগ এর সহ সভাপতি খোরশেদ আলম । বৃহত্তর পাবনা জেলা সমিতির   সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং ,মোহাম্মদ তারেক হোসেন  এর পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম ,সোহেলী বিশ্বাস ,হুমায়ন কবির ,মাহাবুবুর রহমান  সহ আরো অনেকে।received_870013749820903 সভাপতি মুজিবুর রহমান   তার বক্তব্যে সবাই কে ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন বৃহত্তর পাবনা জেলা সমিতি একটি অরাজনৈতিক সংগঠিন ,যার মাধ্যমে অসহায় ,বিপদগ্রস্থ বাংলাদেশিদের জন্য  সামাজিক  ,অর্থনৈতিক বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে থাকে। আলোচনা সভা শেষে সুলতানা খান ও সোহাগ এর গানের মূর্ছনায়   সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক দারুন উপভোগ করে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক,  রাজনৈতিক ,মিলানো বাংলাদেশ কমিউনিটির বেক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.