বেইজিংয়ে নতুন কোনো শনাক্ত নেই
জুনে চীনের রাজধানী বেইজিংয়ে ক্লাস্টারে করোনা মহামারীর ছড়ানোর পর থেকে এই প্রথম বারের মতো নতুন কোনো শনাক্ত নেই। খবর-এএফপি।
বেইজিংয়ের স্বাস্থ্য কমিশন বলছে, একদিন আগে উপসর্গহীন একজনের করোনা শনাক্ত হয়েছিল।চীন এটিকে গণনায় অর্ন্তভুক্ত করে না। বেইজিং সরকার ১ কোটি ১০ লাখ মানুষের করোনা টেস্ট করিয়েছে।
পাকিস্তানের ডন অনলাইন জানিয়েছে, চীনে জাতীয় কলেজে ভর্তি পরীক্ষায় শহর ও দেশজুরে লাখ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
ডিসেম্বরের শেষে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র; এরপরেই দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের অবস্থান।
করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জনে দাঁড়িয়েছে। আর এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৪৮৮ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৭ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ