ব্যাচেলরদের বাসা ছাড়তে নির্দেশনা দেয়নি ডিএমপি

444

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোনো নির্দেশনা দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

dmp

বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান।

এছাড়া ডিএমপি নিউজ পোর্টালেও এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করা হয়।

তবে রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বৃহস্পতিবার সন্ধ্যার পরই বাসা ছাড়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে এমন তথ্য বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যসহ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়।

সেসব প্রতিবেদনে রাজধানীতে বসবাসরত কয়েকজন শিক্ষার্থী এবং কর্মজীবীর বক্তব্য প্রকাশ করা হয়।

সেসব বক্তব্যে জানানো হয় পুলিশের নির্দেশনার কথা বলে অনেক মেস মালিকই ব্যাচেলরদের বৃহস্পতিবার মেস এবং হোস্টেল ছাড়াতে বলেছেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.