ব্রাহ্মনবাড়িয়ার কৃতি সন্তান কুদরত আলী ওসমানের বিদায়ী সংবর্ধনা ও সন্ধ্যাকালীন প্রীতিভোজ
ফেরদৌসী আক্তার পলি,ইতালি
ফার্স্ট এন্ড ক্লিন ফেমিলির আয়োজনে সোমবার সন্ধ্যা ৬টায় ইতালির মিলানো শহর এর স্থানীয় একটি রেস্টুরেন্টে ব্রাহ্মনবাড়িয়ার কৃতি সন্তান কুদরত আলী ওসমানকে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া ও সন্ধ্যাকালীন প্রীতিভোজের আয়ায়োজন করা হয়।
অনুষ্ঠানে মিলানো শহরের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সংক্ষিপ্ত সভায় তাকে শুভেচ্ছা জানান বৃহত্তর কুমিল্লা সমিতির শাহ আলম, রফিকুল ইসলাম দেওয়ান,হাসিব আলম সেলিম,আব্দুল খালেক রিন্টু,মজুমদার আলম, ঢাকা সমিতির সালাউদ্দিন,দেলওয়ার হোসেন দিপু,বি এন পি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আল মামুন,সাধারণ সম্পাদক মনির হোসেন সহ আরো অনেকে।
মিলানো বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেয়া হয় এবং তার দীর্ঘায়ু কামনা ও পরিবারের সফলতা কামনা করা হয়। এ সময় আলী ওসমান তার শুভেচ্ছা বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে পরেন এবং উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজবিডিইউএস/বান্না/জানুয়ারী ১৪, ২০১৬ ইং