ভারতীয় পর্যবেক্ষকদের চোখে নির্বাচন
অনলাইন ডেস্কঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ ছিল বলে জানিয়েছে ভারতীয় পর্যবেক্ষকদল।
রোববার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সরকারের অস্থায়ী মিডিয়া সেন্টারে ভারতের তিন সদস্যের পর্যবেক্ষক দলের মুখপাত্র আরিজ আফতাব একথা বলেন।
তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। নির্বাচন কমিশন সুশৃঙ্খল ও পরিশীলিতভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে। উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ভোট হয়েছে।’
আরিজ আফতাব বলেন, ‘বাংলাদেশ ও ভারতের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা এবং উষ্ণ সম্পর্ক রয়েছে। দু’দেশের নির্বাচন কমিশনের মধ্যে নিয়মিত যোগাযোগও হয়। সে কারণেই এই নির্বাচন পর্যবেক্ষণে আমরা এসেছি।’