ভারতের মিজোরামে ‘চীন জিন্দাবাদ’ স্লোগান

133

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভ চলছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামেও। বিলটির বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদে একজোট মিজোরামের সব দল ও সংগঠন।

mijoram

কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগের বিরুদ্ধে এবার ‘চীন জিন্দাবাদ’স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে মিছিল করেছেন প্রতিবাদীরা। বৃহস্পতিবার রাজ্যের রাজধানী আইজলে এ প্রতিবাদ বিক্ষোভ হয়। এমনকি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানও বয়কটের হুমকি দেওয়া হয় সেখান থেকে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আইজলে নেসো, এমজেডপি, ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)-এর যৌথ মিছিল বের হয়। সেখানেই অনেকের হাতে ‘হ্যালো চায়না, বাই বাই ইন্ডিয়া’লেখা পোস্টার ছিল। বেশ কিছু পোস্টারে ছিল চীনা হরফ।

নেসোর নেতা রিকি লালবিয়াকমাওইয়ার মতে, বিল নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাই কেউ কেউ হয়তো মনে করেছেন, ভারত সরকার যখন আমাদের কথা শুনছে না, তখন চীনের প্রতি হাত বাড়ানোই ভাল।

গতকালের মিছিলে অন্তত ৩০ হাজার মানুষ অংশ নেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.