ভার্জিনিয়াতে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পিঠামেলা; যেন বাঙালী সংস্কৃতির রসনা বিলাস

168
স্টাফ রিপোর্টার:শীতের পিঠা ভারী মিঠা’-এই স্লোগান নিয়ে এবারও অনুষ্ঠিত হলো ফ্রেন্ডস এন্ড ফেমিলির পিঠা মেলা। গত ২৭ জানুয়ারি শনিবার উডব্রীজের ফ্রিডম হাইস্কুলে মেলাটি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর সরব উপস্থিতিতে মেলা পরিণত হয় মিলন মেলায়। FB_IMG_1517581231765অংশ নেয়া অনেকেই এটাকে ঐতিহ্যে লালিত বাঙালী সংস্কৃতির রসনা বিলাস হিসেবে অভিহিত করেন।ভয়েস অব আমেরিকার ফকির সেলিম ও এনটিভির আলমগীরের সঞ্চালনায় পিঠা মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিংটনস্থ বাংলাদেশ দুতাবাসের উপপ্রধান মাহবুব হাসান সালেহ।received_1809008582505833পিঠার পাশাপাশি মেলার বিভিন্ন স্ষ্টলে শোভা পাচ্ছিল শাড়ী-চুরি-গহনা, ফতুয়া-পান্জাবীসহ বিভিন্ন খেলনাসামগ্রী। এছাড়াও কুটুম বাড়ী, পিঠা শৈলী, নেহার পিঠাঘর, বর্ণমালা, ভাত ব্যাংক, সখীদের পিঠা ঘর, রকমারী খাবার ঘর, পিঠা ঘর, ঝাল টক মিষ্টি, পিঠা পল্লী, রসনা বিলাস ইত্যাদি স্টলে ছিলো বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, নানান স্বাদ আর রঙের পিঠা।FB_IMG_1517538337103
মেলায় অংশ নেয়ায় সংগঠনের পরিচালক আবু রুমি ও আকতার হোসাইন সবাইকে ধন্যবাদ জানান।
ভাত ব্যাংক নামের এক চ্যারিটি সংগঠন যারা বাংলাদেশে ক্ষুধার্ত শিশুদের ক্ষুধা নিবারনের উদ্দেশ্যে পিঠামেলায় ষ্টল দিয়েছিল।FB_IMG_1517538302120 তাদের বিক্রিত টাকা দিয়ে ঢাকা শহরের পথশিশুদের খাবার বিতরন করা হবে বলে জানালেন ভাত ব্যাংকের উদ্দোক্তা আয়েশা ও হাসনাইন।
মেলায় পাটিসাপ্টা, ভাপাপিঠা এলোগেলো, বুলশা, বিবিখানা, তেলেপিঠা, চিতইপিঠা, ছানার সন্দেষ, গজাগজা, পাকুনপিঠা, মাংশেরপিঠা, নারিকেল পুলি, নিমকি, চুপতি পিঠা, ঝালপিঠা, সাবুদানার, ডালপুরি, ডালপাকন, পানতুয়া সহ প্রায় পঞ্চাশ রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন অংশগ্রহণকারীরা।FB_IMG_1517537696202
পিঠার স্বাদ ও সৌন্দর্যের উপর ভিত্তি করে ফ্রেন্ডস্ এন্ড ফ্যামিলির পক্ষ থেকে পুরস্কার প্রদান  করা হয় । বিচারক হিসেবে ছিলেন ভয়েজ অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, কবি আনিস আহমেদ, আজাদুল হক ও মিসেস পাটোয়ারী। পিঠা মেলায় প্রথম  বর্ণমালা,২য় মুখ শেলী,৩য় রকমারি এবং চতুর্থ পুরস্কার কুটুম বাড়ী পিঠা  জিতে নেন।FB_IMG_1517538431030
সহস্রাধিক দর্শকের উপস্হিতিতে মঞ্চে গান পরিবেশন  করেন শিশির, শিমুল সরকার, মেট্রো বাউল, বৃষ্টি, স্বপন, জিনাত, ফাহমিদা হোসাইন , উৎপল বড়ুয়া, টগরসহ গ্রেটার ওয়াশিংটন ডিসির ডজন খানেক শিল্পী।নাচ পরিবেশন করেন মন্জুরী নৃত্যালয়, বুড্ডিস কমিউনিটি,মারিয়া,এনি  মরিয়ম এবং বনানী চৌধুরী গ্রুপ।মিউজিসিয়ানে ছিলেন  আসিস বড়ুয়া, পান্তিক,নাফি,সামি,কেনি,তুরগো,অনিক, রুমি,FB_IMG_1517537673316
সবশেষে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন নিউইয়র্ক  হতে আগত শিল্পী এস আই টুটুল।received_10213694509369881
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগডিসির প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর,পিপল এন টেকের সিইও আবুবকর হানিপ, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড.বদরুল হুদা খান,ডাটা গ্রুপের চেয়ারম্যান জাকির হোসন,FB_IMG_1517538359448 দুতাবাসের ইকোনোমিক মিনিষ্টার সাহবুদ্দিন পাটোয়ারী, দুতাবাস মিলিটারি উইং ব্রিগেডিয়ার জেনারেল    মসুজ্জামান,ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা, কাউন্সিলর দেলোয়ার আশরাফ, কাজী টি ইসলাম , দিলাল আহমেদ, রোকসানা পারভীন, মজিবুল হক, মোহাম্মদ আলী, সামসুন চৌধুরী, ফাহমিদা হোসেন সম্পাসহ অনেকে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.