ভার্জিনিয়ায় কাবাব কিং হালাল রেস্টুরেন্ট উদ্বোধন

176

জাহিদ রহমান,ওয়াশিংটনডিসিঃ যুক্তরাস্ট্রের ওয়াশিংটনডিসির পাশে ভার্জিনিয়ায়  হালাল রেস্টুরেন্ট কাবাব কিং ও চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।

3

গত পহেলা জানুয়ারি রবিবার ৫৭০১, কলম্বিয়া পাইক, ফলচারচ, ভার্জিনিয়াতে কাবাব কিং এর উদ্বোধন করা হয়। গ্রেটার ওয়াশিংটনডিসিতে একমাত্র বাংলাদেশী মালিকানাধীন হালাল কাবাব রেস্টুরেন্ট এটাই প্রথম।

6

কাবাব কিং এর মালিক মাসুদর রহমান, ছোট হোসেন, ফারক। তারা বলেন, প্রায় ৫০.০০০ বাংলাদেশীর বাস এখানে, প্রবাসে হালাল খাবারের চাহিদা বাংলাদেশি মুসলমান সহ বিভিন্ন দেশের মুসলমানের কাছে রয়েছে। বিষয়টি মাথায় রেখেই হালাল খাবারের রেস্টুরেন্ট করা হয়েছে।

4
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিক পারভেজ, এডভোকেট অমর ইসলাম, সাদেক খান, সাংবাদিক সাত্তার, নিউজবিডিইউএস এর সম্পাদক এস এম জাহিদুর রহমান উপস্থিত ছিলেন, পিপলএন টেকের আবু হানিফ, ব্যাবসায়ী হারুন চৌধুরী, নুরুলআমিন নুরু, রেদওয়ান চৌধুরী, বোরহান, নাইম রহমান, রবিউল ইসলাম রাজু, হাসান, তুর্য, এজিএম হোসেন, সামসুদ্দিন, তুহিন ইসলাম, লিটু, সঞ্জয়দা, রাজিব দা, বিপ্লব দত্ত।

2
অনুষ্ঠানে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল হাসান। হালাল রেস্টুরেন্ট করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
পরে সবাইকে রাতের খাবার দিয়ে আপ্যায়ন করানো হয়। এতে ওয়াশিংটনডিসি, মেরিল্যান্ড  ও ভার্জিনিয়ার প্রায় সাত শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করে।
রেস্টুরেন্ট সংক্রান্ত যে কোন প্রয়োজনে সার্বক্ষনিক যোগাযোগ করতে পারবেন-মাসুদ:-৭০৩৬২২৯১৯৩, হোসাইন:- ৫৭১.২৭৮.৩৭২৯। (ছবিঃ বিপ্লব দত্ত)

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.