ভার্জিনিয়ায় ইংরেজী বর্ষবরণ অনুষ্ঠান: আয়োজক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু রুমি ও আক্তার হোসেন

1,023

জাহিদ, ওয়াশিংটন

 

ইংরেজী নতুন বছরকে বরণ করতে এবার নাচ-গানের জমজমাট আয়োজন করেছেন ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর মো: আবু রুমি ও আক্তার হোসেন।

 

 

৩১ ডিসেম্বর রাত ৮ টায় ভার্জিনিয়ার, ৬৪০১,ব্রেন্ডন এভিনিউ, স্প্রিং ফিল্ডের হলিডে ইন্ এ আয়োজিত অনুষ্ঠানে সংগিত পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ বৃষ্টি। এছাড়া ডিজে ড্যান্স, কৌতুক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে মজাদার সব খাবার। অনুষ্ঠানকে আকর্ষনীয় করতে সকল অতিথির জন্য নির্দিষ্ট পোশাক নির্ধারণ করা হয়েছে। পুরুষ অতিথি কালো রংগের সূ্যট ও লাল টাই এবং নারী অতিথি লাল শাড়ী পরে আসবেন। অনুষ্ঠানে প্রবেশ ফি ধরা হয়েছে ৩০ ডলার।

 

 

এ আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে ডেটা গ্রুপ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.