ভার্জিনিয়ায় পিপল এন টেক-এর নতুন সেশনের ক্লাস উদ্বোধন; ভাগ্য পরিবর্তনের অপার সুযোগ
জাহিদ রহমান, ওয়াশিংটন ডিসিঃ গত ২৪ সেপ্টেম্বর শনিবার ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ১৬০৪, স্প্রিং হিল রোডে প্রধান ক্যাম্পাসে নতুন এ ক্লাসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আইটি বিজ্ঞানী আবু বকর হানিফ। ভার্জিনিয়া ছাড়াও নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্থানে পিপল এন টেক এর সাতটি ক্যাম্পাসে নতুন সেশনের ক্লাস শুরু হয়েছে।
আমেরিকায় বাংলাদেশীসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগানো এ প্রতিষ্ঠানে আইটি বিষয়ে কোর্স শেষ করার পর অনেকেই আমেরিকার নামি-দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে পিপল এন টেক-এর সিইও আবু বকর হানিফ জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কয়েক লাখ বাংলাদেশীর বসবাস রয়েছে। তাদের মধ্যে বিশাল এক অংশ শারীরিক শ্রম নির্ভর কাজের সাথে যুক্ত। কারন, বাংলাদেশীরা সময়োপযোগি শিক্ষা গ্রহন না করায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এমনকি এ দেশে বসবাসরত ভারতীয়রাও অনেক এগিয়ে রয়েছে। তবে, আশার কথা হলো- সাম্প্রতিক সময়ে প্রবাসী বাংলাদেশীরা আইটি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করেছেন।
তিনি জানান, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর পিপল এন টেক থেকে এ পর্যন্ত ৪০০০( চার হাজার) এর বেশী শিক্ষার্থী কোর্স সম্পন্ন করে আমেরিকার বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকুরী করছেন। যাদের বাৎসরিক বেতন ৮০ থেকে ২০০ হাজার ডলার পর্যন্ত।
তিনি বলেন, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, পেনসেলভেনিয়া ও নিউজার্সি সহ বিভিন্ন স্টেটে বসবাসকারী বাংলাদেশী, ভারত সহ বিভিন্ন দেশের ছাত্র ছাত্রী এ প্রতিষ্ঠান থেকে চার মাসের কোর্স সম্পন্ন করে কর্ম জীবনে প্রবেশ করেছেন।
আবু বকর হানিফ বলেন, প্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ইমিগ্র্যান, নন-ইমিগ্র্যান্ট এবং অন্যান্য ক্যাটাগরির প্রবাসীরা ওয়েব ডেভলপমেন্ট, সিইও, ডেস্কটপ এবং মোবাইল এ্যাপ্লিকেশন কোর্স এ ভর্তি হতে পারবে।
পিপল এন টেক এর চেয়ারম্যান ফারহানা হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে এ প্রতিষ্ঠান থেকে পাস করে চাকুরী পাওয়া বেশ কয়েকজন বক্তব্য রাখেন। এ সময় প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিপলএনটেক একমাত্র বাংলাদেশী প্রতিষ্ঠান নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কনজুমারস এ্যাফেয়ারস (NYCDCA) হতে লাইসেন্স প্রাপ্ত।