ভার্জিনিয়াতে একমাত্র বাংলাদেশী নারী উদ্যোক্তার আইটি শিক্ষা প্রতিষ্ঠান ডেটা এন টেকের নতুন সেশনের ক্লাস উদ্বোধন

161

জাহিদ রহমান, ওয়াশিংটনডিসিঃ আইটি শিক্ষা প্রতিষ্ঠান ডেটা এন টেক-এর নতুন ক্লাস উদ্বোধন করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর রোববার ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া ক্যাম্পাসে নতুন এ ক্লাসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও আইটি বিজ্ঞানী শিরিন আক্তার।

14483903_1106553629381587_1775486638_n

 

উদ্বোধনী অনুষ্ঠানে ডেটা এন টেক-এর সিইও শিরিন আক্তার জানান, ইতোমধ্যেই আমেরিকার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সুনাম অর্জন করতে সমর্থ হয়েছে এ প্রতিষ্ঠানটি। ডেটা এন টেক থেকে আইটি বিষয়ে কোর্স শেষ করার পর অনেকেই আমেরিকার নামিদামি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকুরীর সুযোগ পেয়েছেন।

unnamed (6)

তিনি জানান, যুক্তরাষ্ট্রে আইটি সেক্টরের জন্য বিপুল সংখ্যক দক্ষ কর্মির চাহিদ রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে ২০১৩ সালে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। তিনি জানান, নিজে নারী হাওয়ায় তিনি উপলব্ধি করছেন প্রবাসী বাংলাদেশী নারীদের স্বাবলম্বি হওয়া এবং মূল স্রোতে উঠে আসার বিষয়গুলো।

unnamed (7)

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.