ভার্জিনিয়াতে বাইতুল মোকাররম মসজিদে বাগডিসির আয়োজনে ইফতার

229

রফিকুল ইসলাম আকাশ, যুক্তরাষ্ট্র

ইসলামের পাঁচটি ভিত্তি-শাহাদাত,নামাজ, রোজা, হজ্জ্ব, যাকাত। পবিত্র রমজান সিয়াম সাধনার মাস। পুণ্যময় এ মাসে তামাম পৃথিবীর সকল মুসলমান নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির আসগার সহ বিভিন্ন ইবাদতে মশগুল থাকেন।রমজান মাসের প্রতিটি মুহুর্তই ইবাদতের সময়। এজন্য মাহে রমজানকে বলা পুণ্যময় মাস। বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় তুলনামূলকভাবে এইমাসে অনেক বেশি সহনশীল হয়। ঝগড়া বিবাদ কমে যায়, পরিবারে শান্তি ফিরে আসে। একের প্রতি অন্যের হৃদ্যতা বেড়ে যায়।

13453750_1034716496565301_2076328606_n

বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) গত ১১ই জুন শনিবার বাইতুল মোকাররম জামে মসজিদ আরলিংটনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। হাফিজ কৌশিক আহমদের তত্বাবধানে উল্লেখিত ইফতার মাহফিলে ধর্মপ্রান প্রবাসী বাংলাদেশীসহ বাগডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তম্মধ্যে বাগডিসির সাধারণ সম্পাদক নুরুল আমিন , মোহাম্মদ আলমগীর, নাঈম রহমান, আবু রুমি, মোহাম্মদ মোস্তফা, তোফায়েল আহমেদ, রাশিদুল হোসেন রজত, হারূন চৌধুরী , শেখ সেলিম, মোহাম্মদ ইসলাম , সামসুজ্জোহা ডন উল্লেখযোগ্য ।

13444144_1034714399898844_849957465_n

রমজানের প্রথম দশদিন রহমতের, দ্বিতীয় দশদিন মাগফিরাতের আর শেষ দশদিন নাজাতের। এমাসে পুণ্য ব্যাতিত কোন মুহুর্ত নেই । মুমিন মুসলমানদের জন্য রমজানের গুরত্ব অপরিসীম । সহিহ বুখারী ও মুসলিম শরিফে উল্লেখ করা হয়েছে -হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে,”জান্নাতের আটটি দরজার একটির নাম রাইয়্যান, যে দরজা দিয়ে রোজাদার ব্যাতিত অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না”। -আল্ হামদুলিল্লাহ! মহান আল্লাহ্ আমাদেরকে রোজা রাখার তাওফিক দান করুন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.