ভার্জিনিয়ায় কর্মিসমাবেশে যুক্তরাষ্ট্র আ.লীগের নতুন কমিটি দাবি

391
ওয়াাাশিংটন ডিসি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া আওয়ামীলীগের কর্মিসমাবেশে একটি সুষ্ঠ সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আওমীলীগের নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মিরা। গত বুধবার স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে প্রধানমন্ত্রী ও মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এ কর্মি সমাবেশের আয়োজন করা হয়। IMG_1824
বাংলাদেশ আওয়ামীলীগের সকল সাফল্যের আলোচনা, জননেত্রী তথা বঙ্গবন্ধু পরিবারের জন্য প্রার্থনা, ভিশন ২০২১, ভিশন ২০৪১, ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল কার্যক্রমের উপর আলোচনা ও রোহিঙ্গা সংকট সমাধানে জননেত্রীর ভুমিকার উপর আলোচনা অনুষ্ঠানটি সীমাবদ্ধ থাকার কথা থাকলেও আওয়ামী পরিবারের সকল পর্যায়ের নেতাক্ররমিদের মুখে নতুন কমিটির দাবি উঠে আসে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বর্তমান কার্যকরি পরিষদ সাত বছর পুরাতন।তিন বছরের কমিটি সাত বছর ধরে চলছে। এটা অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক। বক্তারা দল পরিচালনায় আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নানা ব্যর্থতা ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি নতুন কমিটি দেবার জন্যে আবেদন করেন। অচিরেই যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর নতুন কর্মীবান্ধব কমিটি ঘোষনা করা না হলে সংগঠনটি বিলুপ্তির সম্মুখীন হবে এবং আগামী জাতীয় নির্বাচনে যা ব্যাপক প্রভাব ফেলবে। ইতিমধ্যে জননেত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগদান উপলক্ষ্যে নিউ ইয়র্ক অবস্থানের সময় নতুন কমিটি করার ইঙ্গিত দেন। তারই ধারাবাহিকতায় ভার্জিনিয়া আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশ যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের দাবি সমাবেশে পরিনত হয়।
সভার শুরুতে প্রথমে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন উসমান খাঁন, ত্রিপিটক পাঠ করেন জীবক কুমার বড়ুয়া। তারপর জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার, জাতীয় চার নেতা সহ ১৯৫২ থেকে এপর্যন্ত সমস্ত গনতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহিদের আত্মার রুহের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ভার্জিনিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট অমর ইসলাম ও  উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য দস্তগীর জাহাঙ্গীরের যৌথ পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবাহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান অধ্যাপক খালিদ হাসান, বর্তমান উপদেষ্টা পরিষদের প্রভাবশালী সদস্য ড. খন্দকার মনসুর, ড. মোহসিন আলী ও ড. প্রদীপ রঞ্জন কর, এস এম কামাল সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ, গাজি হাফিজুর রহমান লিকু প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট ঙ্কর্মকর্তা। উপদেষ্টা পরিষদের প্রভাবশালী সদস্য ড. নুরুন নবীর লিখিত বক্তব্য পড়ে শুনান দস্তগীর জাহাঙ্গীর।
সভায় বক্তব্য দেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর,  ভার্জিনিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল আজিম, জীবক কুমার বড়ুয়া, গ্রেটার ওয়াশিংটন যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়, ভার্জিনিয়া আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, ভার্জিনিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হসেন, ওসমান খান ও গ্রেটার ওয়াশিংটন যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ হুসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম, গ্রেটার ওয়াশিংটন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মির রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী রিফাত ও কার্যকরি সদস্য শেখ রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম সা. সম্পাদক আইরিন পারভিন, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান মিঠু,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আইন সম্পাদক শাহ মোঃ বখতিয়ার,  প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম,  কার্যকরি সদস্য হিন্দোল কাদির বাপ্পা, মহিলালীগের সভানেত্রী শাহনাজ, যুগ্ম সম্পাদক রোমানা আক্তার,নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,  শ্রমিকলীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদে, শ্রমিক লীগের সহ সভাপতি হোসেন সোহেল রানা, হাসনাত হাসন, আব্দুর রকিব উদ্দিন, গিয়াস উদ্দিন নান্নু, ইলিয়ার রহমান ইলিয়াস, টি মোল্লা, আশ্রাব উদ্দিন, মওলানা বজলুর রহমান ও এম এ আলম স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, মহিলা আওয়ামীলীগ এর যুগ্ন সম্পাদক, আবিদা আঞ্জুম মিতা প্রমুখ।



 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.