ভার্জিনিয়ায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে ২৭ জানুয়ারী পিঠা উৎসব
নিউজবিডিইউএস:শীতের পিঠা ভারী মিঠা’ এই স্লোগান নিয়ে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পিঠা উৎসব। প্রবাসী বাঙালিদের জন্য শীতের পিঠা উৎসবের আয়োজন করেছে ওয়াশিংটনের জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আগামী ২৭ জানুয়ারি ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ফ্রিডম হাইস্কুল অডিটোরিয়ামে (১৫২০১ নাবিস্কো মিল রোড) এই পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে পিঠা উৎসবের এই অনুষ্ঠান।
প্রতি বছরেই শীত আসে। সেই সঙ্গে আসে শীতের পিঠা ও পিঠা উৎসব। টাটকা চালের আটা দিয়ে তৈরি করা নানা বাহারি পিঠা পুলি নিয়ে বাঙালিরা হাজির হন পিঠা উৎসবে। অনুষ্ঠানে বাঙালির চিরায়ত পিঠা উৎসবের পাশাপাশি থাকবে নাচ গানে ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এস আই টুটুল । পিঠা উৎসবের আয়োজক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাঙ্গালীর
ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতি বছরই এ ধরনের আয়োজন করে থাকে।
২৭ জানুয়ারির পিঠা উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেনন ফ্রেন্ডস এন্ড ফেমিলির পরিচালক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবু রুমি এবং আখতার হোসেন।